শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

প্রেসিডেন্ট নিয়োগ নিয়ে রিভিউ খারিজ, রিটকারীকে জরিমানা

প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে আবেদনকারীকে মামলা পরিচালনার খরচ হিসেবে এক লাখ টাকা দেয়ার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার এ আদেশ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ।

আবেদনকারী আইনজীবী এম এ আজিজ খান আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপন স্থগিত চাওয়ার পাশাপশি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার বৈধতা প্রশ্ন রুল চাওয়া হয় রিটে। গত ১৫ মার্চ শুনানির পর হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

উচ্চ আদারতের আদেশে বলা হয়, মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গত ১৩ মার্চ জারি করা প্রজ্ঞাপনে সংবিধান বা সংশ্লিষ্ট আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। ফলে রিট দুটি গ্রহণযোগ্য নয়। তাই সরাসরি খারিজ করা হলো।

গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেয়ার দিনে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশটি প্রকাশ করা হয়।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন আইনজীবী এম এ আজিজ খান। সে আবেদনে ১৩ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের কার্যকারীতা স্থগিত চাওয়া হয়। শুনানির পর গত ১৮ মে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এই লিভটু আপিল খারিজের আদেশে আবেদনকারীকে মামলার খরচ হিসেবে এক লাখ টাকা দিতে নির্দেশ দেয়া হয়।

আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেন আইনজীবী এম এ আজিজ খান। শুনানির পর আবেদনটি খারিজ করার পাশাপাশি এক লাখ টাকা দেয়ার আদেশটিও বহাল রাখেন সর্বোচ্চ আদালত।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *