শিলচর: করোনা ভাইরাসে আক্রান্তদের জীবন ফিরিয়ে দিতে প্লাজমা থেরাপি অনেক উপযোগী হয়েছে কাছাড় জেলায়। তাই যাঁরা প্লাজমা দান করছেন তাঁদের পা ধুয়ে বিশেষ সম্মান জানাচ্ছেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। যেহেতু তিনি উপত্যকার প্রথম রোগী, যার শরীরে প্লাজমা থেরাপি ব্যবহার করা হয়েছিল। প্লাজমা থেরাপির দ্বারা ১০ দিনের মাথায় তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এবার প্লাজমা দাতাদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সম্মান জানাচ্ছেন পা ধুয়ে।
বৃহস্পতিবার শিলচর কনকপুরের প্লাজমা দানকারী যুবক নবিদুল ইসলাম লস্করের বাড়িতে গিয়ে তাঁর পা ধুয়ে দেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। একইসঙ্গে তাকে সংবর্ধনাও প্রদান করেন তিনি। জেলায় যাঁরাই প্লাজমা দিচ্ছেন প্রত্যেককে এভাবে সম্মান জানানোর সংকল্প নিয়েছেন তিনি। আমিনুল হক লস্কর জানান, প্লাজমা দানকারীদের কাছে তিনি ঋণী এবং কৃতজ্ঞ। সেই সকল মহান ব্যক্তির প্লাজমার জন্য আজ তিনি বিপদমুক্ত হতে পেরেছেন। তাই যাঁরা এই মহত্ কাজে এগিয়ে আসছেন তাঁদের কাছে তিনি কৃতজ্ঞ। তিনি প্লাজমা দানের মাধ্যমে অন্যদেরও জীবন বাঁচানোর আবেদন রেখেছেন।