শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

প্লে স্টোরে পাওয়া যাবে পুরস্কার-ছাড়ের তথ্য

তথ্য প্রযুক্তি ডেস্ক: অনলাইনে অ্যাপ বা গেম ডাউনলোডের জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় গুগল প্লে বা প্লে স্টোর। ভবিষ্যতে কোন কোন অ্যাপ ও গেম কিনলে ছাড় বা পুরস্কার পাওয়া যাবে, তা-ও ব্যবহারকারীদের জানাবে গুগলের মালিকানাধীন অনলাইন স্টোরটি। এ জন্য শিগগিরই প্লে স্টোরে চালু করা হবে ‘অফারস’ ট্যাব।

নতুন এ ট্যাবে ক্লিক করলেই গেম বা গেম খেলার বিভিন্ন উপাদানের তথ্য জানার পাশাপাশি বিভিন্ন সিনেমা বা বইয়ের মূল্যছাড়, অফার পাওয়া যাবে। এমনকি প্লে স্টোরে থাকা কোন কোন অ্যাপ পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে, তা-ও জানাবে। আর এসব তথ্য প্রতিদিনই হালনাগাদ করা হবে বলে জানিয়েছে গুগল।

প্লে স্টোরের ডান দিকের নিচে দেখা মিলবে ‘অফারস’ ট্যাবের। সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই ট্যাবটি উন্মুক্ত করা হতে পারে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, ভারত ও ইন্দোনেশিয়ার ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। বছরের শেষ নাগাদ সব ব্যবহারকারীর জন্য ট্যাবটি উন্মুক্ত করা হবে। সূত্র: দ্য ভার্জ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *