সমীপ / অরবিন্দ, গুয়াহাটি: তিনবারের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈয়ের অন্তিম ইচ্ছা পূরণ করতে সংকল্প নিয়েছেন তাঁর পুত্র সাংসদ গৌরব গগৈ। বাবার শেষ ইচ্ছা পূরণ করতে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সমগ্র রাজ্য জুড়ে চালাবেন শান্তি সদ্ভাবনা যাত্রা।
সোমবার সাংসদ গৌরব গগৈ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এবং তাঁর পরিবারের এই সংকল্পের বিস্তৃত দিয়েছেন। তিনি জানান, আগামী ৯ ডিসেম্বর থেকে অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির উদ্যোগে শুরু হবে শান্তি সদ্ভাবনা যাত্ৰা। এদিন যোরহাট থেকে শান্তি সদ্ভাবনা যাত্ৰা শুরু হয়ে ১২ জানুয়ারিতে গুয়াহাটি এসে শেষ হবে। সমগ্ৰ যাত্ৰায় অংশগ্রহণ করবেন প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা অসমের তত্ত্বাবধায়ক জিতেন্দ্ৰ সিং, প্ৰদেশ কংগ্ৰেসে সভাপতি রিপুন বরা, বিধানসভায় কংগ্রেসের দলপতি দেবব্ৰত শইকিয়া, সকল সাংসদ, বিধায়ক সহ দলীয় নেতা কৰ্মী।
তিনি জানান, ১০ ডিসেম্বর প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের নির্বাচন কেন্দ্র যোরহাট জেলার তিতাবরে অনুষ্ঠিত হবে শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান। তার পর শদিয়ায় গিয়ে ব্রহ্মপুত্র নদে বিসর্জন দেওয়া হবে চিতাভস্ম। গৌরব জানান, রাজ্যের প্রত্যেক জেলায় যাবে প্রস্তাবিত শান্তি সদ্ভাবনা যাত্ৰা। পদযাত্ৰা করে যে সব অঞ্চলে যে নদী প্রবাহিত হচ্ছে সেগুলোতে বিসৰ্জন করা হবে প্রয়াত তরুণ গগৈয়ের চিতাভস্ম। এই যাত্ৰা শান্তির যাত্ৰা, সদ্ভাবনার যাত্ৰা, অসমে সমন্বয়ের বার্তাবাহী তরুণ গগৈয়ের লক্ষ্যের যাত্ৰা, বলেন সাংসদ গৌরব গগৈ।
যাত্ৰাকালে কোনও ধরনের রাজনৈতিক মন্তব্যের অবকাশ থাকবে না বলেও সাফ জানিয়েছেন গৌরব এবং প্রদেশ কংগ্ৰেস নেতৃত্ব। এই যাত্রাপথে জনতা শুধু তাঁদের প্রয়াত নেতার প্রতি শ্ৰদ্ধাঞ্জলি জানাবেন। তাই এই কাৰ্যসূচির জন্য সর্বসাধারণের সহযোগিতা কামনা করছে গগৈ পরিবার।
সাংবাদিক সম্মেলনে গৌরব জানান, তাঁর প্রয়াত বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তিনবারের মুখ্যমন্ত্রী তরণ গগৈয়ের স্মৃতিসৌধ নিৰ্মাণের জন্য বহু শুভাকাঙ্ক্ষী তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রস্তাবিত ডিজিটাল লাইব্ৰেরির জন্য ইতিমধ্যে প্ৰায় দু-হাজার দুর্লভ ফটো পেয়েছেন। এই সব ফটো এর আগে কখনও তিনি দেখেননি। তিনি জানান, লাইব্ৰেরিটির জন্য আরও বহু ফটো পাওয়া যাবে। সেগুলো পেয়ে গেলেই ডিজিটাল লাইব্ৰেরি এবং ইনস্টাগ্ৰামে অ্যাকাউন্ট খোলা হবে। এছাড়া ২৩ ডিসেম্বর তাঁর বাবার পরলোকপ্ৰাপ্তির এক মাস সম্পূর্ণ হবে। সেদিনই গুয়াহাটিতে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হবে, জানান গৌরব গগৈ।