বিনোদন ডেস্ক: ১৪ এপ্রিল, বাংলা নববর্ষে বড়পর্দায় মুক্তি পেল ‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’। আবারও নাম ভূমিকায় মাছে ভাতে, মিষ্টি থুড়ি কিপটে এবং চরম বাজে বকা অথচ বুদ্ধিদীপ্ত গোয়েন্দা হিসেবে ধরা দিলেন অনির্বাণ চক্রবর্তী। বাপি হয়ে সঙ্গে ছিলেন সুহোত্র মুখোপাধ্যায় এবং ‘প্রমথ’ সোমক ঘোষ।
ছবি মুক্তির মাত্র দুদিনের মধ্যে চমক এল ছবির নির্মাতাদের থেকে। প্রথম সপ্তাহে এই ছবি ১ কোটি টাকার গণ্ডি পেরোতে চলেছে বলে জানালেন ছবির প্রযোজক মহেন্দ্র সোনি। এদিন টুইটারে পোস্ট করেন জানান এই সুখবর। তার পোস্ট থেকে এটা স্পষ্ট যে মাত্র তিনদিনেই এই ছবি ১ কোটির গণ্ডি পার করতে চলেছে।
তিনি টুইটে লেখেন, ‘আনুষ্ঠানিক ভাবে দ্য একেন ছবিটিই ২০২৩ এর প্রথম হিট ছবি হল। বক্স অফিসে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে এই ছবি। আশা করছি এই ছবিটি আগামী সপ্তাহে ২ কোটি টাকার গণ্ডি টপকে যাবে। অনেক শুভেচ্ছা গোটা টিমকে।’ তিনি তাঁর এই পোস্টে অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, সৌম্য মুখোপাধ্যায়কে ট্যাগ করেন। প্রসঙ্গত শনি এবং রবিবার এই ছবি কলকাতার একাধিক হলে হাউজফুল হয়েছে। মহেন্দ্র সোনি তার এই পোস্টে সকলকে শুভ নববর্ষ জানান।
এই ছবিতে অন্যান্য চরিত্রে আছেন রজতাভ দত্ত, সন্দীপ্তা সেন, রাজেশ শর্মা, সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ সরকার, প্রমুখকে দেখা গিয়েছে। ছবিটির প্রযোজনা করেছে এসভিএফ ফিল্মস। জয়দীপ মুখোপাধ্যায় দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থানের পরিচালনা করেছেন।
এই ছবির গল্প আবর্তিত হয়েছে দুই মূর্তি লোপাটকে কেন্দ্র করে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ষাঁড় যা কালিবঙ্গান থেকে উদ্ধার করা হয়েছিল সেটি এবং প্রাচীন আরও একটি নটরাজ মূর্তি লোপাট করে ফেলে পাচারকারীরা। গোটা ঘটনায় জড়িত থাকেন অ্যান্টিক জিনিস সংগ্রাহক এবং মিউজিয়ামের কর্মীরা। সেই গল্পকে কেন্দ্র করে এই ছবি এগিয়েছে। অক্সফোর্ডের প্রত্নতত্ত্ব বিভাগের এক অধ্যাপক এসেছেন এই মূর্তিগুলোর খোঁজ খবর করতে। রাজস্থানে স্রেফ বেড়াতে গিয়ে একেন এই ঘটনায় জড়িয়ে পড়েন। এবং তার তীক্ষ্ণ বুদ্ধি এবং পর্যবেক্ষণ দৃষ্টির সাহায্যে তিনি গোটা কেস সমাধান করেন।