গত মার্চ থেকে বিশ্বজুড়ে বন্ধ সব ধরনের টেনিস। কোর্টে ফের কবে বল গড়াবে নিশ্চিত নয় এখনও। করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে গেছে উইম্বলডন। ফ্রেঞ্চ ওপেন শুরু হতে পারে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে। ইউএস ওপেন মাঠে গড়ানোর কথা আগস্টের শেষে। তবে রাফায়েল নাদাল বলেছিলেন, এত তাড়াতাড়ি টেনিস শুরুর বিপক্ষে তিনি। আর নোভাক জোকোভিচ তো বলেই দিয়েছেন, এতসব নিয়ম-কানুন মেনে ইউএস ওপেনে খেলা অসম্ভব। রজার ফেদেরার ইউএস ওপেন নিয়ে কি ভাবছিলেন সেটা জানার অপেক্ষায় ছিলেন টেনিসভক্তরা।
ফেড-ভক্তদের জন্য দুঃসংবাদ। সুইস কিংবদন্তি যে আর কোর্টে নামবেন না এ বছর! তবে ভক্তদের আশার কথাও শোনালেন মিস্টার সুইস।
গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জোকোভিচের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান ফেদেরার। সেমিতে সেরাটা দিতে না পারায় বিদায় নিতে হয় ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিককে। এরপর ডান হাঁটুতে অস্ত্রোপচার হয় তার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ফেদেরার লিখেছেন, ‘কয়েক সপ্তাহ আগে রিহ্যাবের সময় ফের সমস্যা অনুভব করায় ডান হাঁটুতে আবার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০১৭ সালে যেভাবে শুরু করেছিলাম সেরকমই পরিকল্পনা নিয়ে শতভাগ সুস্থ হয়ে সর্বোচ্চ পর্যায়ে ফিরতে চাই। সেকারণে আমার কিছু সময়ের প্রয়োজন। আমি এই সময়ে ভক্তদের এবং টেনিস ভীষণভাবে মিস করবো। ২০২১ সালের শুরুতে ফের সকলের সঙ্গে দেখা হবে।’
২০১৭ সালের প্রসঙ্গ টেনে আনার কারণ, ইনজুরি থেকে ফিরে ওই বছরটা দারুণ কেটেছিল ফেদেরারের। পাঁচ বছর পর জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। এরপর উইম্বলডনের শিরোপাও জিতে নেন। ২০১৬ সালের শুরুতে হাঁটুর চোটে লম্বা সময় বাইরে ছিলেন এই সুইস তারকা। দীর্ঘ বিরতির পর কোর্টে দেখা মেলে অন্য এক ফেদেরারের। ২০১৮’তে আবারো জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। সেবছর উইম্বলডনের ফাইনালে উঠলেও জেতা হয়নি শিরোপা।
আগামী আগস্টে ৩৯ বছরে পা দেবেন সুইস কিংবদন্তি। এবারের অস্ত্রোপচারের পরও কি ‘অন্য’ ফেদেরারের দেখা মিলবে?

