শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

ফের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন লুৎফুর রহমান

কমিউনিটি নিউজ ডেস্ক: তৃতীয়বারের মত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নির্বাহী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জন বিগসের চেয়ে ৭ হাজার ৩১৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার সন্ধ্যায় তাকে নতুন মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ভোট গণনার প্রথম রাউন্ডে লেবার পার্টির প্রার্থী জন বিগস ভোট পান ২৭ হাজার ৮৯৪টি, অন্যদিকে এ্যাস্পায়ার দলের প্রধান লুৎফুর রহমান পান ৩৯ হাজার ৫৩৩ ভোট। দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষে লুৎফুর রহমান মোট ভোট পান ৪০ হাজার ৮০৪টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জন বিগস পান ৩৩ হাজার ৪৮৭টি ভোট।

উল্লেখ্য, ২০১০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন লুৎফুর রহমান। এর পরে ২০১৪ সালে টাওয়ার হ্যামলেটসে দ্বিতীয়বারের মত মেয়র পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০১৪ সালের নির্বাচনে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আদালত পর্যন্ত গড়ালে, আদালতের রায়ে তাকে মেয়র পদ থেকে সরে দাঁড়াতে হয় এবং পাঁচ বছর নির্বাচনে নিষিদ্ধ হতে হয়। এ কারণে গত পাঁচ বছর তিনি নিবা‍র্চনে অংশ নিতে পারেননি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *