নিজস্ব প্রতিনিধি, টেকনাফ: রাখাইনে যুদ্বের প্রভাব বাংলাদেশ সীমান্তে বেশ ভালোভাবেই পড়ছে। কয়েক দিন শান্ত থাকার পর আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বংলাদেশ-মিয়ানমারের সীমান্ত।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং, ঝিমংখালী, খারাংখালীর হ্নীলা ইউনিয়ন, সাবারাং ইউনিয়ন এলাকায় ওপারে মিয়ানমারের ভেতর আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ ভেসে আসছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তবে, অনেকেই এখন এটাকে স্বাভাবিক মনে করে নিত্যদিনের কাজে ফিরেছেন।
উনছিপ্রাং এলাকার বাসিন্দারা জানায়, ভোর থেকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গুলির শব্দ শোনা যাচ্ছে। তবে এখানকার মানুষ স্বাভাবিক দিনের মতো কাজে ফিরেছেন।
হ্নীলা এলাকার আরেক বাসিন্দা বলেন, আজ ভোর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এখনো চলমান। শিশুরা শব্দগুলো শুনে ভয় পাচ্ছে।
এ বিষয়ে হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, শুক্রবার ভোর ৫টা থেকে মিয়ানমার থেকে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। তবে শব্দগুলো স্থানীয়দের কাছে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, কয়েক দিন সীমান্ত পরিস্থিতি শান্ত ছিল। গতকাল বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেলেও আজ ভোর থেকে একটু বেশি হচ্ছে। তবে সীমান্তের বাসিন্দাদের মধ্যে এর তেমন প্রভাব পড়েনি।