ঢাকা অফিস, ২৮ ফেব্রুয়ারি- শুক্রবার সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হবে এ বছরের বইমেলা। সারা দিনের মেলায় দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশু প্রহর। ফেব্রুয়ারির শুরুর দিন থেকে ‘জুলাই গণ-অভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যে শুরু হওয়া জাতীয় এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান রয়েছে সন্ধ্যায়।
বৃহস্পতিবার মেলা শেষের আগের দিন পাঠক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলায় আসা মানুষ বই না কিনে শুধু ঘুরে বেড়ায়—এমন অভিযোগের সুযোগ ছিল না গতকাল। তবে এদিন মেলায় বেজেছে ভাঙনের সুর। অনেকে গতকালই শেষবারের মতো মেলায় ঢু মেরেছেন। তালিকা ধরে বই কিনেছেন।
একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা কামরুল ইসলাম রিপনের সঙ্গে কথা হলে তিনি জানালেন, প্রতিবছরই মেলায় একাধিকবার আসেন। মেলায় এলে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়, আলাপ ও আড্ডা দিয়ে আনন্দ পাওয়া যায়। অবশ্যই বই কেনা থাকে অন্যতম উদ্দেশ্য। তবে প্রতিবার মেলার শেষ সপ্তাহেই কেনাকাটা করেন। এ সময় গুরুত্বপূর্ণ সব বইও ছাপা হয়ে প্রকাশ পায়। এবারও যথারীতি মেলা শেষের আগের দিন অনেকগুলো বই কিনেছেন। গতকাল প্রকাশনীগুলোর সামনে ক্রেতারা দীর্ঘক্ষণ না দাঁড়িয়ে দ্রুত কেনাকাটা করে চলে গেছেন। বিক্রেতারা ছিলেন বেশ ব্যস্ত।
অন্যদিকে প্রকাশক ও ব্যবস্থাপকরা সন্ধ্যার পর হিসাব মেলাচ্ছিলেন বেচাকেনার। এই দৃশ্যটি প্রতিবারই মেলা শেষের আগের দিন দেখা যায়। গতকাল চৈতন্যে পাওয়া গেল প্রকাশক রাজিব চৌধুরীকে। সিলেটের এই প্রকাশক জানান, গতকালই তিনি ঢাকায় এসেছেন। শেষ দুই দিন মেলায় থাকবেন পুরোটা সময়। হিসাব মেলাতে হবে—কোন বই কেমন গেল।
নতুন বই
গতকাল মেলার ২৭তম দিনে নতুন বই এসেছে ১৭৬টি। এ পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৬৪। গতকাল বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে জমা পড়া বইয়ের মধ্যে রয়েছে হাসান হাফিজ অনূদিত ‘নির্বাচিত বিদেশি রূপকথা’। পাঞ্জেরী প্রকাশিত বইটিতে বিশ্বের ২৫টি দেশের ২৫টি রূপকথা গ্রন্থিত হয়েছে। ভাষাচিত্র প্রকাশনী মেলায় এনেছে গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’-এর পঞ্চম খণ্ড। বাতিঘর এনেছে বি জেড খসরুর ‘মুক্তিযুদ্ধের সত্য মিথ্যা’। অনুবাদ করেছেন জামাল নাসের। ইউপিএল এনেছে শামসুল বারির ‘আমার জীবনস্মৃতির ঝাঁপি’।
মূল মঞ্চের আয়োজন
গতকাল বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘একটি অভ্যুত্থানের জন্ম ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশ নেন সৈয়দ নিজার। সভাপতিত্ব করেন কাজী মারুফ।
লেখক বলছি মঞ্চ
গতকাল ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে কথা বলেছেন কবি সায়ীদ আবুবকর, কবি মিতা আলী এবং কবি, সম্পাদক ও শিশুসাহিত্যিক জামসেদ ওয়াজেদ।
সাংস্কৃতিক অনুষ্ঠান
গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মনজুর রহমান, রফিক হাসান, জান্নাতুল ফেরদৌসী, শোয়াইব আহমদ, ফেরদৌস আরা রুমী, নাইমা হোসেন, ড. নাইমা খানম, এনামুল হক জুয়েল ও আমিরুল মুমিনিন মানিক। আর ছিল মিজানুর রহমানের পরিচালনায় নৃত্য সংগঠন লেমন নৃত্যকলা একাডেমির পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ছন্দা চক্রবর্তী, ইমরান খন্দকার, নাসরিন বেগম, আফসানা রুনা, মো. আনিসুজ্জামান, সুষ্মিতা সেন চৌধুরী, আফরিদা জাহিন জয়িতা, শাহীন আলম, ডলি মণ্ডল, শফি উদ্দিন ও দিতি সরকার।