বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ভাস্কর্য ছুড়ে ফেলার’ হুমকি ও ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মোহাম্মদ জুনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী এবং সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এদিকে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪ জনকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা জানা গেছে।
ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪ জন হলেন কুষ্টিয়া শহরের জগতি পশ্চিমপাড়া এলাকার ইবনি মাসউদ (রা.) মাদ্রাসার শিক্ষক ও ধুবইল গ্রামের আল আমিন (২৭), শিক্ষক ও পাবনার আমিনপুর থানার দিয়াড় বামুন্দি এলাকার মো. ইফসুফ আলী (২৬), একই মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠন (১৯) এবং গোলাবাড়িয়া এলাকার মো. সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০)।