এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ কালো করে মুষলধারায় বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়। যদিও তারপরে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি থেমে যায়। আগামী কয়েকদিন মধ্য ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে ৬ সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস
উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত্-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাত্ শনিবার সকালের মধ্যে আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় এই সময় বজ্রবিদ্যুত্-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই দু-একটি জায়গায় বজ্রবিদ্যুত্-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাত্ ৪ সেপ্টেম্বর শনিবার সকালে মধ্যে বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। একইসঙ্গে আগামী দিনের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ এবং তামিলনাড়ুর উত্তর উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ৬ সেপ্টেম্বর নাগাদ উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সৌরাষ্ট্র এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী দুদিনে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি হারাবে। সৌরাষ্ট্রের ওপরে থাকা ঘূর্ণাবর্ত থেকে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের মধ্যভাগ হয়ে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখা নালিয়া, উদয়পুর, গুনা, গণ্ডিয়া, গোপালপুর হয়ে পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে আগামী ২৪ ঘন্টায় সৌরাষ্ট্র ও বচ্ছের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে। গুজরাত, উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানায় ২ সেপ্টেম্বর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে। ৩ সেপ্টেম্বর তা হবে সৌরাষ্ট্র ও কচ্ছে। ৪ সেপ্টেম্বর থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ৪-৬ সেপ্টেম্বর নাগাদ কোঙ্কন-গোয়া, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ ও ৬ সেপ্টেম্বর কর্নাটক, কেরল, মাহে এবং মহারাষ্ট্রে এবং ৬ সেপ্টেম্বর মধ্য মহারাষ্ট্রে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ৫ সেপ্টেম্বর থেকে মধ্য ভারতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ৪-৫ সেপ্টেম্বর ছত্তিশগড়, ৫ ও ৬ সেপ্টেম্বর পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ, ৬ সেপ্টেম্বর পশ্চিম মধ্যপ্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ৩ সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে। ৩ ও ৪ সেপ্টেম্বরে অসম-মেঘালয়ে, ওড়িশায় ৩-৬ সেপ্টেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।