আসাম নিউজ ডেস্ক: অসমে বন্যা পরিস্থিতির কারণে এবছর গরমের ছুটি এগিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্ৰী রণোজ পেগু। রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ২৫ জুন থেকে শুরু করে থাকবে ২৫ জুলাই পর্যন্ত। শিক্ষামন্ত্ৰী জানিয়েছেন- বর্তমানে রাজ্যের শিক্ষা প্ৰতিষ্ঠানগুলিতে চলতি পরীক্ষাগুলি ২৫ জুনের মধ্যে শেষ হবে। তারপর থেকে গরমের ছুটি শুরু। বেসরকারি শিক্ষা প্ৰতিষ্ঠানগুলিকেও সরকারী নীতি অনুসরণ করতে বলা হয়েছে।
রাজ্যের শিক্ষা মন্ত্ৰকের তরফে একটি নোটিসে জানানো হয়েছে- কলেজের ক্ষেত্ৰে এখনও পৰ্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এবছর বন্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষা প্ৰতিষ্ঠানগুলি জলমগ্ন হয়েছে। ফলে স্বাভাবিকভাবে ছাত্ৰছাত্ৰীদের শিক্ষা প্ৰদানের ক্ষেত্ৰে ব্যাঘাত ঘটেছে।
এদিন গুণোৎসব নিয়ে শিক্ষামন্ত্ৰী জানালেন- গুণোৎসবের ফলাফল এখনও জানানো হয়নি। বন্যার কারণে বেশ কয়েকটি জেলায় গুণোৎসব অনুষ্ঠিত হতে পারেনি। তবে কিছু দিন বাদে হলেও গুণোৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছে এবছর একটু তাড়াতাড়ি অর্থাৎ নভেম্বর মাসে গুণোৎসব অনুষ্ঠিত করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্ৰী।
এদিন শিক্ষকদের অন্যান্য কাজে জড়িত করা নিয়ে শিক্ষামন্ত্ৰী বলেন- যে সকল শিক্ষক অন্যান্য কাজে জড়িত রয়েছেন তাঁদের একটি তালিকা প্ৰস্তুত করা হচ্ছে। সবার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।