আসাম নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যা কবলিত আসাম রাজ্যের শিলচর এলাকা। বন্যার কারণে এই এলাকার লক্ষ লক্ষ মানুষ কঠিন অবস্থার মধ্যে রয়েছেন। বন্যার দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন। তাদের এই সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম পর্যায়ে প্রায় ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠিয়েছে শিলচর বাসির জন্য।
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে ত্রাণ বুঝাই ট্রাকের আনুষ্ঠানিক যাত্রা করান ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা। এই সময় মুখ্যমন্ত্রীর ছাড়াও ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি ডি কে চাকমা, সাধারণ সম্পাদক অসীম সাহাসহ অন্যান্য সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রাণ বোঝাই ট্রাকের আনুষ্ঠানিক যাত্রার পর মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা বলেন মানুষ মানুষের জন্য এই আপ্তবাক্যটি সামনে রেখে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের এই ত্রাণ সামগ্রী বিতরণ প্রশংসার যোগ্য ।
প্রায় ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে শিলচরের উদ্দেশ্যে। এগুলির রয়েছে চাল চিড়া গুড় পানীয় জল আরো কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তিনি আরো বলেন ত্রিপুরা সরকারের পক্ষ থেকেও শিলচরের জেলাশাসক এবং স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি নিজে এব্যাপারে কথা বলেছেন তাদের সঙ্গে।
এদিকে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সদরের মহকুমা শাসক অসীম সাহা বলেন, শিলচরের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে সেদিকে লক্ষ্য রেখে প্রায় ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে যার মধ্যে রয়েছে চাল ডাল চিড়া গুড় এবং শিশু খাদ্য। সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে খাদ্যের ও পানীয়ের অভাব রয়েছে সেখানে । ভবিষ্যতে আরও ত্রাণ সামগ্রী পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন।