আসাম নিউজ ডেস্ক: গত ১০ দিন ধরে অসমের বরাক উপত্যকাবাসী বন্যার জলে দুর্ভোগ পোহাচ্ছেন। শিলচর তথা বরাক উপত্যকার বন্যা দুর্গতদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে রবিবার বিকেলে এক বিশাল জমায়েত হয়। ‘দ্য বারাক থিঙ্কার্স’ নামের একটি দল এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
এটিকে একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই প্রথমবার যে দিল্লি এবং এনসিআর অঞ্চলে বরাক উপত্যকার জনগণের সমর্থনে এত বেশি লোক জমায়েত হয়েছিলেন। এতে সমন্বয়কারী হিসেবে ছিলেন অসীম চৌধুরী, জয়দীপ সমাদ্দার, সুমন বৈষ্ণব, মধুমিতা বৈষ্ণব ও অপর্ণা চৌধুরী। জমায়েতটি যন্তর মন্তরের পিছনে একটি ছোট সংহতি মিছিলের মাধ্যমে শুরু হয়।
এদিন দ্য বারাক থিঙ্কার্স-এর সদস্যদের আয়োজিত সংহতি সভায় আয়োজকরা এবং অংশগ্রহণকারীরা তাঁদের মতামত প্রকাশ করেছেন। প্রাথমিকভাবে শিলচরের বাসিন্দারা যে অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে দিন রাত কাটাচ্ছেন তার ওপর তাঁদের মতামত কেন্দ্রীভূত ছিল।
বরাক উপত্যকার প্রতি তাঁদের নিরবচ্ছিন্ন সমর্থন সম্পর্কে উপস্থিত সকলের প্রতিশ্রুতি দিয়ে সভাটি সমাপ্ত হয়। জমায়েতে অংশগ্রহণকারীদের অনেকই যারা বরাক উপত্যকা ছেড়ে চলে গেছেন। কিন্তু তাঁদের হৃদয় এখনও বরাক উপত্যকার জন্য কাঁদে সেকথা প্ৰকাশ করেন। বন্যা দুর্গত বরাকবাসীকে দলের সদস্যরা মানসিকভাবে সমর্থন দিয়েছেন।