জয়নুল আবেদীন, পূর্ব লন্ডন: গত ২৩শে আগষ্ট সোমবার ফক্সটন সমুদ্র সৈকতে বরিশাল ডিভিশন এসোসিয়েশন যুক্তরাজ্য এর পক্ষ থেকে বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি ডাঃ জিয়াউল হক এবং সাধারন সম্পাদক আবুল উদ্দীন নাসিরের নেতৃত্বে ও নুরুল ইসলামের সার্বিক তত্বাবধানে বৃহত্তর বরিশাল অঞ্চলের লন্ডনে বসবাসরত পরিবার গুলোর সদস্যরা এতে অংশ গ্রহণ করেন। অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এই বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। শিশুদের আনন্দের সীমা ছিলনা।
দীর্ঘ প্রায় দুই বছর করোনা মহামারিতে সামাজিক দুরত্বের নাভিস্বাস ওঠার পর এই বনভোজন ছিল সত্যিই উন্মুক্ত পরিবেশে বাধাহীন স্বাধীনতার স্বাদ। ইংল্যন্ডে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বৃহত্তর বরিশালের প্রবাসীদের মধ্যে যারা বনভোজনে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করেন তারা হলেন যথাক্রমে সাঈদ আরিফ হোসেন কাজী, নাশিদ রহমান, মোঃ বোরহান উদ্দীন, মোঃ নূরুল ইসলাম (মুলাদি ), বাবুল শরীফ, মোঃ জলিলুর রহমান, হাসিনুল ইসলাম তুহিন, মোঃ মঞ্জুর হোসেন, নূরুল ইসলাম, খান সাইয়ান কবির, সরদার আনজার হোসেন, মোঃ ইউসুফ আলী, মোঃ ইমতিয়াজ হোসেন, সাজ্জাদুল ইসলাম সাগর, হোসেন আব্দুলাহ নয়ন, আব্দুর রহমান খোকা, হাদিছুর রহমান খান হায়দার , রাসেদুল ইসলাম তালুকদার, সামসুদ্দোহা খন্দকার, আবু সুফিয়ান হালিম, নাজমুল হাসান সজীব প্রমুখ ও তাদের পরিবার বর্গ। সুন্দর আবহাওয়ায় মনোরম পরিবেশে সমুদ্র সৈকতে বারবিকিউ এর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি ডাঃ জিয়াউল হক এবং সমাপনি বক্তব্য রাখেন সাঈদ অরিফ হোসেন কাজী। সাইয়ান, আনজার, মঞ্জু ও ইমতিয়াজে সংগীত পরিবেশন করেন। সবশেষে সাজ্জাদ কর্তৃক শিশুদের মধ্যে নানাবিধ খেলনা বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি