স্টাফ রিপোর্টার: ব্যারিস্টার মোহাম্মাদ গোলাম জাকারিয়াকে সভাপতি, মিজানুর রহমান খানকে সাধারন সম্পাদক, সিকদার মিজানুর রহমানেক সিনিয়র সহ-সভাপতি, মাওলানা মো. শামীমকে সিনিয়র যুগ্ম সম্পাদক, গাজী বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক এবং রফিকুল ইসলামকে সহ-সাংগঠনিক করে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম – ইউকে’র আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার ঘোষিত এই আংশিক কমিটির নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনায়ক তারেক রহমানের হাতেক শক্তিশালী করতে যুক্তরাজ্যে বরিশালের জাতীয়তাবাদী শক্তি এখন ঐক্যবদ্ধ। জালিম শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে তারেক রহমানের নেতৃত্বে সকল গণআন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন – সৈয়দ মাসুদুল হক, সরদার মিজানুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবু ছাদেক হাওলাদার, মাসুদ কবির খান সামু, গাজী রফিক, ফিরোজ মোল্লা, সৈয়দ কামাল উদ্দিন কবির কাজল, এম মাহাবুবুর রহমান, ব্যারিস্টার সোহরাব হোসেন ও সলিসিটর মোহাম্মাদ জাহিদুল ইসলাম।
আংশিক নতুন কমিটির অন্য নেতারা হলেন – সহ-সভাপতি ব্যারিস্টার সোহরাব হোসাইন, অ্যাডভোকেট রুকসানা আক্তার কাকলি, লস্কর নোমান, মনিরুজ্জামান টিপু, শেখ হুমায়ন কবির (লিটন), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মাসুম বিল্লাহ, এডভোকেট অহিদুল ইসলাম অপু, নূরে আলম সোহেল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক ইউসুফ আলী পলাশ, সমাজ কল্যান সম্পাদক আহসান কবির, আন্তর্জাতিক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুন, আইটি সম্পাদক মাহবুবুর রহমান জাকির, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক খালেদ হোসাইন, আইন সম্পাদক অ্যাডভোকেট বাহাউদ্দিন সোহেল, তথ্য ও গবেষণা সম্পাদক খান মহিউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বাবলু, ছাত্র সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ,
সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, শ্রম সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, প্রকাশনা সম্পাদক অলিউল্লাহ আকন, কার্যকারী সদস্য হাবিবুল গাফফার মুক্তা, জাহাঙ্গীর হোসেন খান।