সারা বিশ্ব থেকে বর্ণবাদ উপড়ে ফেলতে, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সমর্থন জানিয়ে হাঁটু গেড়ে নীরবতা পালন করেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। আজ ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ প্রথম ওয়ানডের আগে কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতার প্রতিবাদে বর্ণবাদবিরোধী এ আন্দোলনে নিজেদের সমর্থন জানান তামিম ইকবাল-সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশ্বব্যাপী যে বর্ণবাদবিরোধী আন্দোলনের ঢেউ ওঠে, তা আছড়ে পড়ে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে ভীষণ সোচ্চার হন ক্যারিবীয় ক্রিকেটাররা। করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে এই আন্দোলনে প্রতিপক্ষকেও পাশে পেয়েছেন তারা। মাঠেই নানাভাবে সংহতি প্রকাশ করেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এবার বাংলাদেশের ক্রিকেটাররাও সঙ্গী হলেন তাদের।