মনিরুজ্জামান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে অন্তর্ভুক্ত হলো সাতটি নতুন বিষয়। জিও স্পেশাল সায়েন্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন, নিউট্রেশন অ্যান্ড পাবলিক হেলথ, ওমেন স্টাডিজ, মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক, ফিজিওলজি এবং সাইকোলজি এই বিষয় গুলি এই শিক্ষাবর্ষ থেকেই এই কোর্সগুলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর রেগুলার কোর্সে পড়ানো হবে। জিও স্পেশাল সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যাণ্ড কমিউনিকেশন এবং ওমেন স্টাডিস বিষয়ে স্নাতকোত্তর স্তরের পড়ানো ইতিমধ্যেই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয় মোট ৩৫ টি বিষয়ে স্নাতকোত্তরে স্তরে পড়ানো হয়। এবার আরও সাতটি বিষয় যুক্ত হল। এতে স্নাতকোত্তর স্তরের বিষয় সংখ্যা বেড়ে হল মোট ৪২।
নতুন সাতটি পাঠক্রমের অন্তর্ভুক্তি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাফল্যের ইতিহাসে নতুন দিশা যোগ করল বলেই জানান উপাচার্য নিমাই চন্দ্র সাহা।
উপাচার্য বলেন, ”ইতিমধ্যেই এই নতুন বিষয়গুলির জন্য প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেনডেন্ট এবং স্টোরকিপার পদের তালিকা উচ্চশিক্ষা দফতরে পাঠানো হয়েছে। নতুন সাতটি বিভাগের জন্য একজন প্রফেসর, দু’জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং চারজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবেন। ৫৬ জন শিক্ষক এবং ১২ জন অশিক্ষক কর্মী নিয়োগের ব্যাপারে অনুমোদন মিলেছে উচ্চ শিক্ষা দফতর থেকে। খুব তাড়াতাড়ি এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে।” সম্প্রতি প্রকাশিত রাজ্যের জেনারেল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় তিন নম্বরে রয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আগে রয়েছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।