আসাম নিউজ ডেস্ক: বাংলাকে আসামের রাজ্যভাষা করার দাবিতে এবার সরব হল বেঙ্গলি ইউথ এন্ড স্টুডেন্টস ফোরাম। রাজ্যে বসবাসকারী এককোটি লোকের মাতৃভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে নারাজ সরকার। এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ও আমরা বাঙালি সংগঠন।
এবার একই দাবিতে সরব হল অসমের হাইলাকান্দি জেলার ‘বেঙ্গলি ইউথ এন্ড স্টুডেন্টস ফোরাম’ ।এক প্রেস বার্তায় সংগঠনের সভাপতি আলি হুসেইন মীরা বলেন যে এই দাবি অত্যন্ত নায্য দাবি। যদি অন্যান্য রাজ্য বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে পারে তাহলে আসাম নয় কেন – এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষতঃ যেহেতু রাজ্যের এক তৃতীয়াংশের মাতৃভাষা বাংলা। আলি হুসেইন আরো বলেন যে ভাষা এবং সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আদান-প্রদান এর মাধ্যমেই প্রত্যেক ভাষা বিস্তার লাভ করেছে। তাই সরকার যদি সমন্বয়ে বিশ্বাস করেন তবে অবশ্যই বাংলাকে এই নায্য স্বীকৃতি দেওয়া অবশ্যকর্তব্য।
অন্যথা বুঝে নিতে হবে এর পিছনে উগ্র জাতীয়তাবাদী এবং জাতিবিদ্বেষ মূলক মনোভাব কাজ করছে। বেঙ্গলি ইউথ এন্ড স্টুডেন্টস ফোরাম এর সভাপতি আরো বলেন যে কিছুদিন আগে ভাষা আইন প্রয়োগে বরাকে আওয়াজ উঠায় সরকারের তরফে দমন-পীড়ন চালানোর অভিযোগ উঠেছে। ব্রহ্মপুত্র উপত্যকায়ও মাতৃভাষায় শিক্ষার অধিকার সহ বাঙালিদের বিভিন্ন নাগরিক অধিকার সুরক্ষিত নয়। তিনি সরকারকে এইসব ব্যাপারে রাজধর্ম পালন করার আহ্বান জানিয়েছেন।
একইসাথে তার বক্তব্য বাংলাকে রাজ্যভাষার স্বীকৃতির দাবিকে প্রাথমিকতা দিতে হবে রাজ্য সরকারকে। বেঙ্গলি ইউথ এন্ড স্টুডেন্টস ফোরাম এর পক্ষ থেকে রাজু দাস এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।