শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

বাংলাকে রাজ্য ভাষার মর্যাদা প্রদানের জন্য আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক পত্র প্রেরণ করল বিডিএফ

আসাম নিউজ ডেস্ক: কয়েকদিন আগে এক সাংবাদিক সম্মেলনে বাংলাকে রাজ্যভাষার স্বীকৃতি প্রদানের দাবি রেখেছিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক শ্রী প্রদীপ দত্ত রায়। আজকে এই মর্মে ফ্রন্টের পক্ষ থেকে জেলা উপায়ুক্তের মারফত অসমের মুখ্যমন্ত্রীর নিকট এক স্মারকপত্র প্রেরণ করা হয়।

প্রদীপ বাবু বলেন যে আমরা অনেকদিন ধরে দাবি জানাচ্ছি যে বাংলাকে আসামের রাজ্যিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। সম্প্রতি ঝাড়খণ্ডেও বাংলাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বলেন যদি কর্ণাটক, ঝাড়খন্ড, মহারাষ্ট্র বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে পারে এবং অষ্ট্রেলিয়া, জার্মানি প্রভৃতি রাষ্ট্রে বাংলা স্বীকৃতি পেতে পারে তাহলে অসমের এক কোটি জনসংখ্যার একটি জনগোষ্ঠীর ভাষা কেন আসামে স্বীকৃতি পাবেনা ?

তিনি আরও বলেন যে বিগত দিনে বড়ো ভাষাকে রাজ্যিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাতে অসমের সমস্ত বাঙালিরা আনন্দিত। তার কারণ বহু সংস্কৃতি এবং ভাষার আদান প্রদানের মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হই। তাই সরকার যদি সমন্বয়ে বিশ্বাসী হয় তাহলে অবশ্যই বাংলাকে এই ন্যায্য স্বীকৃতি প্রদান করা হোক। তিনি অসমের সর্বস্তরের জনগণকে এই দাবি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এদিন সংস্থার পক্ষ থেকে কাছাড় জেলার অতিরিক্ত উপায়ুক্ত শ্রী দীপক জিদুং-এর কাছে স্মারকপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ফ্রন্টের মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য এবং ইয়ুথ ফ্রন্টের মুখ্য আহবায়ক কল্পার্ণব গুপ্ত। এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক দেবায়ন দেব।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *