দানিয়েল কলিন্দ্রেস সোলেরার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টা রিকার এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে না দেশের ফুটবলের নবাগত ক্লাবটি। দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হওয়ায় আপাতত বাংলাদেশ অধ্যায় শেষ হয়ে গেল কলিন্দ্রেসের।
তবে মাত্র দুই বছরের কম সময়ে বাংলাদেশের মানুষের হৃদয় জিতে নিয়েই ফিরছেন কলিন্দ্রেস। বসুন্ধরা কিংসকে যিনি জিতিয়েছেন লিগ সহ তিন-তিনটি বড় শিরোপা।
অনিন্দ্য সুন্দর ফুটবল শৈলীতে এ দেশের মানুষের মনে দাগ কেটেছেন। এ ছাড়া মানুষ হিসেবেও ক্লাব-সতীর্থদের কাছ থেকে আদায় করেছেন আলাদা ভালোবাসা।
কলিন্দ্রেসের সঙ্গে বুধবার আনুষ্ঠানিক বিদায় পর্ব সেরে সে কথাটাই বলছিলেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান, ‘খেলোয়াড় কলিন্দ্রেসের বিদায়ের চেয়ে ব্যক্তি কলিন্দ্রেসকে আমরা মিস করব। বিদেশি হিসেবে এ দেশের মানুষের সাথে সে যেভাবে মিশছে, এটা পরম পাওয়া ছিল। সাধারণত বিদেশিদের এমনটা দেখা যায় না।’
২০১৮ সালে প্রথমবার প্রিমিয়ার লিগে ওঠে এসেই শক্তিশালী দল গড়ে বসুন্ধরা কিংস। সে বছর দলটির বড় চমক ছিল বিশ্বকাপে খেলা কলিন্দ্রেসকে দলে ভেড়ানো। ওই বছর সেপ্টেম্বরে বসুন্ধরায় নাম লেখান কলিন্দ্রেস। তার নৈপুণ্যে অভিষেকেই লিগ শিরোপাও জিতে নেয় দলটি। এ ছাড়া বসুন্ধরাকে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন করতেও বড় ভূমিকা রাখেন কলিন্দ্রেস।
এ মৌসুমে বসুন্ধরা আর্জেন্টিনা জাতীয় দলে খেলা হার্নান বার্কোসকে দলে ভেড়ায়। করোনাভাইরাসের কারণে ফুটবল বন্ধ হয়ে যাওয়ার আগে বার্কোস-কলিন্দ্রেস জুটির একটি ম্যাচ দেখার সুযোগ পায় ঢাকার দর্শকেরা।
মার্চে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ উড়িয়ে এএফসি কাপে অভিষেক হয় বসুন্ধরার। চার গোল করে বার্কোস সে ম্যাচে নায়ক হলেও কলিন্দ্রেসের সঙ্গে তার রসায়নটা ছিল দারুণ। তাতে মাঠে এই দুই তারকার এমন আরো নৈপুণ্য দেখতে মুখিয়ে ছিল সবাই।
কিন্তু করোনাভাইরাস অনেক কিছুই এলোমেলো করে দিয়েছে। কলিগ্রামের সঙ্গে বসুন্ধরার সম্পর্কের ছেদ পড়াটাও তারই প্রভাব বলা যায়। ক্লাব সভাপতি বললেন, ‘আসলে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বন্ধ আছে (লিগসহ মৌসুমই বাতিল হয়ে গেছে)। কলিন্দ্রেসের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়েছে গত মে মাসে। এএফসি কাপ শুরু হবে অক্টোবর নাগাদ। এই যে দীর্ঘ বিরতি, এ সময়ে ওকে বসিয়ে রেখে বেতন দেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। তাই ওর সঙ্গে আমরা চুক্তি সমাপ্ত ঘোষণা করছি।’
বসুন্ধরা কিংস নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেজে কলিন্দ্রেসকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।
তারা লিখেছে, ‘এলেন, দেখলেন, জয় করলেন! বসুন্ধরা কিংসের সাথে দানিয়েল কলিন্দ্রেস সোলেরার গল্পটাও ঠিক এমন। একটি নতুন দলে যোগ দিয়ে তিনি সম্ভব সব শিরোপাই জিতিয়েছেন বসুন্ধরা কিংসকে। আমাদের ক্লাবের সেরা মুহূর্তগুলো তার হাত ধরেই এসেছে। সেই সাথে তিনি তার নাম লিখে দিয়েছেন বাংলাদেশের পেশাদার ফুটবল ইতিহাসেও।’
‘এই কোস্টারিকান ফুটবলারকে আর দেখা যাবে না কিংসের জার্সিতে। ‘২৬’ নম্বর জার্সিতে ফুটবল মাঠে আর হয়তো দেখা যাবে না তার সেই দুই বাহু মেলে গোল উদযাপন। তবে বসুন্ধরা কিংসের প্রথম সুপারস্টারকে মনে রাখবে প্রতিটি কিংস ভক্ত এবং এ দেশের প্রতিটি ফুটবলপ্রেমী। ধন্যবাদ, দানিয়েল কলিন্দ্রেস সোলেরা।’

