হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশ অংশে বঙ্গোপসাগরসহ নদনদীতে মাছ ধরার ৬৫ দিন নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে দেশের জলসীমানায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ মৎস্যজীবীসহ ১টি মাছধরা নৌকা আটক করেছে নৌ-বাহিনী।
মঙ্গলবার গভীর রাতে পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। বুধবার সন্ধ্যায় আটককৃতদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃত জেলেদের সবার বাড়ি ভারতে। মোংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, বুধবার রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এ সময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ওই ট্রলারসহ তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।