বাংলাদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনা পরিস্থিতি মোটামুটি স্বস্তিদায়কই। হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ, সোমবার, ২ মে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে করোনা সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে করোনা সারিয়ে সুস্থও হয়ে উঠছেন প্রচুর মানুষ। গত ২৪ ঘণ্টায় কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩০৪ জন। বাংলাদেশে এখনো পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জনে দাঁড়িয়েছে। আর করোনা সারিয়ে এখনো পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯৬ হাজার ১ জন।
তবে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনও মারা যায়নি। এবং এ নিয়ে টানা ১২ দিনের মত করোনা মহামারিতে দেশে কারও মৃত্যু হয়নি। পরিসংখ্যান বলছে, সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল করোনায়। বাংলাদেশে করোনা ভাইরাসে মোট মারা গিয়েছেন ২৯ হাজার ১২৭ জন।
উল্লেখযোগ্য যে, বাংলাদেশে মহামারি করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এবং প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এবং সেই বছর করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। করোনা শেষ হয়েছে বলে ঢিলে দেয়ার কোনো কারণ নেই। মাস্ক তো পরতেই হবে, তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলা নিজের জন্যেই সুরক্ষা।