শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বাংলাদেশের জয়ের পেনাল্টিকে হাস্যকর বলছেন ভারতের কোচ

কাল শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়েছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। সে গোলেই হয়েছে ম্যাচের মীমাংসা। বাংলাদেশের পাওয়া এই পেনাল্টিকে হাস্যকর বলেছেন ভারত দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ।

কাল সাফের প্রথম দিনে ম্যাচ ছিল দুটি। বাংলাদেশের জয়ের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নেপাল। দুটি ম্যাচের তুলনা করতে গিয়ে ইগর গোল ডটকমকে বলেছেন, ‘আমরা এমনভাবে খেলব যেন ফলাফল আমাদের পক্ষে থাকে। নেপাল একবার প্রতি আক্রমণে গিয়েছে এবং ম্যাচটি তারা জিতেছে। অথচ মালদ্বীপ ভালো ফুটবল খেলেছে। অন্যদিকে হাস্যকর পেনাল্টির কল্যাণে জিতেছে বাংলাদেশ। আমরা জানি না খেলায় কী ফলাফল হবে। আমাদের সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ভারতের কোচের এমন বক্তব্য তাতিয়ে দিতে পারে জামাল ভূঁইয়া, তপু বর্মণদের। বাংলাদেশ একটি ম্যাচ খেললেও টুর্নামেন্টে এটিই ভারতের প্রথম ম্যাচ। এই ম্যাচটি দেখার জন্য মুখিয়ে আছেন প্রতিবেশী দুই দেশের সমর্থকেরা। বাংলাদেশের ফুটবলাররাও যে মুখিয়ে আছেন, সেটি আজ জানিয়েছেন বাংলাদেশ দলের উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম।

মাঠে নামার আগে স্টিমাচ বাংলাদেশকে তেমন পাত্তা দিচ্ছেন না বলেই মনে হচ্ছে। এর আগে সাফ ফুটবল নিয়ে প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ দল সম্পর্কে স্টিমাচ বলেছিলেন, ‘বাংলাদেশ দুটি ম্যাচেই আমাদের বিপক্ষে কঠোর রক্ষণাত্মক কৌশলে খেলেছে। প্রতি আক্রমণে ওঠার সুযোগ খুঁজেছে তারা। রক্ষণভাগ জমাট রেখে খেলতে পছন্দ করে। আক্রমণে বাংলাদেশ ঝুঁকি নেয় না।’ সূত্র: প্রথম আলো

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *