শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বাংলাদেশে করোনায় নতুন করে ৪ জনের মৃত্যু

বাংলাদেশের মহামারি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই বলা যায়। দৈনিক মৃত্যু সংখ্যা ১০ এর নিচেই আছে। গত ২৪ ঘণ্টায় মারণ করোনা ভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার) করোনায় মারা গিয়েছিলেন মাত্র এক জন। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাসে এখনো পর্যন্ত সর্বমোট ২৭ হাজার ৮৯৫ জন প্রাণ হারিয়েছেন।

আজ, রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ১৭৮ জন। এখনো পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৩ জনে।

গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। করোনা সারিয়ে সুস্থও হচ্ছেন প্রচুর মানুষ। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন। এবং এখনো পর্যন্ত করোনা সারিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন।

হিসেব বলছে, আগের দিন শনিবার দেশে ১৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, এবং মৃত্যু হয়েছিল ১ জনের। সে হিসেবে শনাক্ত ও মৃত্যু দুটো সামান্য বেড়েছে। এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন হচ্ছেন পুরুষ, একজন নারী। তাঁদের মধ্যে একজনের বয়স ৯০ বছরের বেশি। এবং বাকি তিনজনের বয়স ৫১ থেকে ৭০ বছরের মধ্যে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *