হাবিবুর রহমান, ঢাকা: এবার বাংলাদেশে করোনার ওমিক্রন ধরনের নতুন উপধরন জেএন-১ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৫ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় জেএন-১ উপধরন শনাক্ত হয়েছে। শনাক্তদের ৫ জনের মধ্যে ৪ জনের তথ্য জানা গেছে।
এই ৪ জনের মধ্যে ২ জন ঢাকা ও ২ জন গাজীপুরের বাসিন্দা। ৪ জনের সবাই পুরুষ। তাদের মধ্যে ১ জনের বয়স ১২ বছর। বাকি তিন জন ১৮, ৫৬ ও ৫৮ বছর বয়সী। তবে, তাদের মধ্যে কারও বাংলাদেশের বাইরে থেকে যাওয়ার কোনো তথ্য নেই। তারা বাংলাদেশেই ছিলেন। তারা প্রত্যেকেই ভালো আছেন। বিষয়টি নিয়ে উদ্বেগের কিছুই নেই।
বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, পাঁচটি নমুনায় ওমিক্রনের উপধরন জেএন-১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাসখানেক আগেই নতুন এই উপধরনের কথা জানিয়েছে। নতুন এই উপধরন অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম।করোনার এই উপধরন ভারতেও পাওয়া গেছে।