নতুন মৌসুমে পশ্চিমবঙ্গ থেকে কোচ সুব্রত ভট্টাচার্যসহ পাঁচ কোচিং স্টাফ নিয়োগ দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু তাঁরা আজ বাংলাদেশে প্রবেশের অনুমতি পাননি। বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভিসা থাকলেও করোনা পরিস্থিতিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র না থাকার কারণেই ঘটেছে এমন ঘটনা।
নতুন মৌসুম সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে আরামবাগ। সে উদ্দেশ্যেই কোচ সুব্রতর সঙ্গে সহকারী কোচ চন্দন রাঠোর, গেম অ্যানালিস্ট শেখ আজিজুল, ফিজিও সঞ্জয় বোস ও ম্যাসিয়ার গনেশ দালুইয়ের আজ আসার কথা ছিল।
আরামবাগের ফুটবল সম্পাদক গওহর জাহাঙ্গীর জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশে প্রবেশ করতে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি লাগে, সেটি না জানার কারণেই এই সমস্যা, ‘আজ আমাদের ভারতীয় কোচরা বেনাপোল স্থল বন্দর নিয়ে প্রবেশ করতে পারেননি। করোনা পরিস্থিতির কারণে বেনাপোল ইমিগ্রেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র চেয়েছে। যেটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না।’ তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি এ মাসের মধ্যেই সমাধানের ব্যাপারে তিনি আশাবাদী।
কোচ সুব্রত বলেন, ‘ভারতীয় ইমিগ্রেশনের ছাড়পত্র নিয়ে আমরা বাংলাদেশ ইমিগ্রেশনে যাই। আমাদের ভিসা ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাগজপত্র ছিল। তবে সবারই করোনা নেগেটিভ রিপোর্ট ছিল। কিন্তু করোনা পরিস্থিতির এই সময় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির কাগজ লাগবে বলে জানায় তাঁরা। যা আমাদের কাছে ছিল না। পাঁচ ঘণ্টা বসে থাকার পর ফিরে আসি।’
ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হবে ১৯ ডিসেম্বর। ক্যাসিনো-কাণ্ডের পর এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই ক্লাব। এরই মধ্যে ঘানা জাতীয় দলে খেলা দুই ফুটবলার সাদিক এডামস ও ইব্রাহিম মোরোকে চূড়ান্ত করেছে তাঁরা। এ ছাড়া এশিয়ান কোটায় নেওয়া হয়েছে আফগানিস্তানের মিডফিল্ডার ফারদিন হাকিমিকে।

