সাম্প্রতিককালে বেশ কিছু পৈশাচিক ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে। ওপার বাংলার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন ফের হামলার শিকার হয়েছেন। উগ্রবাদী দল তাদের বাড়িঘর পুড়িয়ে ছারখার করা থেকে শুরু দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে। বাংলাদেশে বিনষ্ট হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। হিন্দু লোকজন অসহায় হয়ে পড়েছেন বাড়িঘর হারিয়ে। প্রতিবাদ চলছে তুমুলভাবে। ভারতেও একইসাথে এই জঘন্য ঘটনার বিরুদ্ধে চলছে প্রতিবাদ।
বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রত্যেকে। বাংলাদেশে সংখ্যলঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা ছড়িয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সংবিধান পরিপন্থি। এমন সব হামলা থামাতে বাংলাদেশ সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
টুইটারে দেয়া এক পোস্টে সোমবার তিনি বাংলাদেশ সরকারের প্রতি এই গুরুত্বপূর্ণ আহ্বান জানান। লেখেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’ এমন সহিংসতা রোধে সবাইকে এক হয়ে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান জাতিসংঘের বাংলাদেশের এই আবাসিক সমন্বয়কারী।