শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

বাংলাদেশে ‘সন্ত্রাসীদের তালিকা ও সীমান্ত নিয়ন্ত্রণে’ সহায়তা করছে যুক্তরাষ্ট্র

bangladesh's widespread criticism by United States

দেশে বিভিন্ন চিহ্নিত ও সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকা তৈরি করছে বাংলাদেশ সরকার। সন্ত্রাসীদের এই অ্যালার্ট লিস্ট তৈরিতে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) ‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম-২০১৯’ শীর্ষ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। প্রতিবেদনে বাংলাদেশ অংশে এ কথা জানানো হয়েছে।

এছাড়াও প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সীমান্তে বাংলাদেশের নিয়ন্ত্রণ শক্তিশালী করতেও আমেরিকা সাহায্য করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্টারপোলের সঙ্গে তথ্য শেয়ার করছে বাংলাদেশ। কিন্তু তাদের কাছে সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনও তালিকা নেই। ফলে যুক্তরাষ্ট্র সেখানে জাতীয় পর্যায়ে তালিকা তৈরিতে সহযোগিতা করছে।’

২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের ঘটনা কিছুটা বেড়েছিল জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয, ‘২০১৯ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের খুলনা অফিসসহ মোট ৬টি স্থানে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়। পরে আইএস দায় স্বীকার করে।’

তবে এসব ক্ষেত্রে সন্ত্রাসীদের গ্রেফতারে বাংলাদেশের প্রশংসা করা হয়েছে। সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতারে বাংলাদেশে এখনো অব্যাহত আছে।

তবে বন্দুকযুদ্ধে যারা মারা যাচ্ছে, তাদের বিষয়টি মিডিয়ায় ঠিকঠাকভাবে আসছে না বলেও প্রতিবেদনে বলা হয়। ব্রেকিংনিউজ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *