শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মানববন্ধন

বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন প্রবাসী।

শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘প্রবাসী নাগরিক সমাজ’-এর ব্যানারে এই মানববন্ধন থেকে ৫ দফা দাবি জানিয়েছেন প্রবাসীরা।

মানববন্ধনে সঞ্চালনা করেন তোফাজ্জল লিটন, সভাপতিত্ব করেন সৈয়দ মুহম্মদ উল্লাহ।

এতে ৫ দফা দাবি উপস্থাপন করেন মোজাহিদ আনসারী।

দাবিগুলো হল- ১. বিভিন্ন মণ্ডপে হামলা, প্রতিমা ভাংচুর, হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও পূর্ণ নিরাপত্তা।

২. এবারসহ অতীতের সব সাম্প্রদায়িক সহিংসতার জন্য দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচারের মাধ্যমে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সব ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা।

৩. সাম্প্রদায়িক সহিংসতার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে অপরাধীদের শাস্তির আওতায় আনা।

৪. অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধে বিজয়ী জাতির প্রথম সংবিধান ৭২-এ ফিরে যাওয়া।

৫. মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *