শিরোনাম
বুধ. জানু ২১, ২০২৬

বাংলাদেশ ইস্যুতে যা বললেন মমতা

পশ্চিমবঙ্গ ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গেই থাকবেন।

হিন্দুস্তান টাইম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক।

আমি কলকাতায় ইসকনের প্রধানের সঙ্গে কথা বলে ওখানকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছি।

বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে রয়েছেন জানিয়ে তিনি বলেন, এব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। এব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে একমত।

তবে গত জুলাই মাসে হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি নিয়ে তিনি বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না। ওটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। তবে কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখট করে সেক্ষেত্রে আমরা আশ্রয় দেব। কারণ এক্ষেত্রে রাষ্ট্রসঙ্ঘের অঙ্গীকার রয়েছে, কেউ যদি উদ্বাস্তু হয়ে আসেন সেক্ষেত্রে পাশ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে।

হিন্দুস্তান টাইম আরো বলেছে, এখন কেন্দ্রের ওপর ভার ছেড়ে দিলেও তখন কেন স্বতঃপ্রণোদিতভাবে উদ্বাস্তুদের আশ্রয় নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন মমতা? উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া নিয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কি রয়েছে রাজ্য সরকারের?

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *