বাংলাদেশ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পরবর্তী দুই বছরের জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের (এপিআরসি) সভাপতি নির্বাচিত হয়েছে।
শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত চার দিনব্যাপি ৩৬ তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের (এপিআরসি) শেষ দিনে এ ঘোষণা দেয়া হয়। ঢাকা ঘোষণায় আরও জানানো হয় যে, ৩৭তম এপিআরসি সম্মেলন শ্রীলংকায় অনুষ্ঠিত হবে। খবর বাসস।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) চার দিনব্যাপী ৩৬ তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন (এপিআরসি) মঙ্গলবার থেকে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়। কৃষি মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করে।
চার দিনব্যাপী এ সম্মেলনের শেষ দিনে শুক্রবার সন্ধ্যায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, এ সম্মেলনে ডিজিটাল হাব স্থাপন, গবেষণার জন্য বিশেষ ফান্ড গঠন, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ুসহনশীল কৃষি, টেকসই কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং মানুষ, প্রাণি ও পরিবেশের স্বাস্থ্যকে সমান গুরুত্ব ও আত্মনির্ভরশীল হিসেবে বিবেচনা করে ওয়ান হেলথ অ্যাপ্রোচকে অগ্রধিকার দিয়ে চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করেছে এপিআরসির সদস্য ৪৬টি দেশ।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম ও খাদ্যসচিব নাজমানারা খানুম এ সময় উপস্থিত ছিলেন।