শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বাংলাদেশ: রিজার্ভ বেড়ে ৪৩ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীরা ডিসেম্বরের প্রথম ২৯ দিনে একশো ৯১ কোটি ডলার পাঠিয়েছেন। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪৩ বিলিয়ন ডলার বা চার হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে।

সূত্র জানায়, বিদেশে চলাচল সীমিত হয়ে পড়ায় অবৈধ পথে আয় আসা কমে গেছে। এ জন্য বৈধ পথে আয় বাড়ছে। আর আমদানি কমে যাওয়ায় রিজার্ভে নতুন নতুন রেকর্ড হচ্ছে।

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয় ৪১ দশমিক ৩২ শতাংশ। আর এ মাসে মোট প্রবাসী আয় ১০ বিলিয়ন ডলার বা এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়। এর ফলে এই পাঁচ মাসে আসা মোট প্রবাসী আয় হচ্ছে, এক হাজার ৯০ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার।

অপরদিকে, ২০১৯ সালের নভেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৫৫ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত নভেম্বরে আসে ২০৭ কোটি ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৩৩ দশমিক ৬৬ শতাংশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *