শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বাংলাদেশ: সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসানোর পরিকল্পনা

পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের হিসাব সঠিকভাবে রাখতে সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে স্বয়ংক্রিয় হিসাবযন্ত্র (ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি) স্থাপনের কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে বুধবার ( ৯ ডিসেম্বর ) রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এসব তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার ইএফডি মেশিন বসানো হয়েছে। এনবিআর চাইছে পর্যায়ক্রমে দেশের সব সিটি কর্পোরেশন এলাকা ছাড়িয়ে জেলা পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানে এই মেশিনের ব্যবহার বিস্তৃত করতে। সঠিকভাবে ক্রয়-বিক্রয়ের হিসাব রাখার জন্য এর ব্যবহার জরুরি।

আজ বৃহস্পতিবার দেশব্যাপী জাতীয় ভ্যাট দিবস পালিত হবে। এবার ভ্যাট দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর’।

এনবিআর চেয়ারম্যান বলেন, ইএফডির সঠিক ব্যবহার বড় চ্যালেঞ্জ। তবে ইএফডির মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়ের হিসাব রাখায় উৎসাহিত করতে এনবিআর ক্রেতার জন্য পুরস্কার প্রবর্তন করেছে।

তিনি বলেন, ইএফডির চালান জমা দিলে প্রতি মাসে লটারির মাধ্যমে ১০১ জনকে পুরস্কার দেওয়া হবে। ফলে পুরস্কারের জন্য ক্রেতারা ইএফডির মাধ্যমে ক্রয়-বিক্রয়ে উৎসাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় জানানো হয়, এ বছর করোনার কারণে ভ্যাট দিবস অনাড়ম্বরভাবে পালন করা হবে। র‌্যালি, বড় আকারের সংবর্ধনা, সাজসজ্জাকরণ, স্যুভেনির প্রকাশনাসহ বেশকিছু কাজ বাতিল করা হয়েছে। আজ রাজস্ব ভবনে ভ্যাট দিবসের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *