শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বাংলাদেশ: ৫ মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ১১ কোটি মার্কিন ডলার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এক হাজার ৯০ কোটি (১০.৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত অর্থবছরে প্রথম পাঁচ মাসের তুলনায় ৪১ দশমিক ৩৩ শতাংশ বেশি ।

শুক্রবার (১৮ ডিসেম্বর ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এই বিপুল অঙ্কের রেমিট্যান্সের জন্য প্রবাসী কর্মীদের আমি ধন্যবাদ জানাই। দুই শতাংশ ইনসেনটিভ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানাই। তার দূরদর্শী নির্দেশনা রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতির অন্যতম কারণ।

তিনি আরো বলেন, গত পহেলা এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আমাদের তিন লাখ ২৬ হাজার ৭৫৮ জন প্রবাসী কর্মী দেশে ফেরত এসেছেন। তাদের অনেকের কাজের মেয়াদ শেষে বা কাজ না থাকায় দেশে ফিরতে হয়েছে।

এখন পর্যন্ত ফেরত আসা কর্মীর সংখ্যা আশঙ্কাজনক হয়ে উঠেনি। সুষ্ঠু, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করার যে জাতীয় দায়িত্ব মন্ত্রণালয়ের ওপর অর্পিত আছে, আন্তর্জাতিক অভিবাসী দিবসে তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম ও খাদিজা বেগম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *