বৃহস্পতিবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC)-র ৯৫তম বার্ষিক সেশনে পশ্চিমবঙ্গের এ ভাবেই প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বাংলার ম্যানুফ্যাকচারিং সেক্টরের ঐতিহাসিক ঐতিহ্যকে ফেরাতেই হবে৷ ফের একবার দেশকে নেতৃত্ব দেবে পশ্চিমবঙ্গ৷ বৃহস্পতিবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC)-র ৯৫তম বার্ষিক সেশনে পশ্চিমবঙ্গের এ ভাবেই প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
তাঁর কথায়, ‘বাংলা আজ যা ভাবে, গোটা দেশ কাল তা ভাবে৷ আমরা সব সময়ই এই কথাটি শুনে এসেছি৷ এই উক্তিটি থেকেই আমাদের অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে৷’ স্বামী বিবেকানন্দকে স্মরণ করে তিনি বলেন, ‘বহু দশক আগেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতবাসীকে নিজেদের উত্পাদিত পণ্যের বাজার তৈরি করতে হবে৷ অন্য দেশে ভারতবাসীর উত্পাদিত পণ্য রফতানি করতে হবে৷ বিবেকানন্দের এই পথই করোনা-পরবর্তী যুগে আমাদের একমাত্র পথ৷’
আত্মনির্ভর ভারত অভিযানের বিষয়ে জোর দিয়ে মোদি এদিন বলেন, ‘এই সঙ্কটের মুহূর্তকেই প্রতিটি ভারতবাসীকে সুযোগে পরিবর্তন করে ফেলতে হবে৷ তা করতে গেলে প্রয়োজন আত্মনির্ভরতার৷ গোটা বিশ্ব করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে৷ ভারতও করছে৷ করোনার পাশাপাশি অন্যান্য প্রতিকূল অবস্থাও তৈরি হচ্ছে৷’ ANI