মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন উইসকনসিন অঙ্গরাজ্যের পর এবার মিসিগানেও জয় পেয়েছেন। এই দুই রাজ্যের ২৬টি ইলেকটোরাল কলেজের ভোট পড়েছে তার ঝুলিতে। এ নিয়ে ২৬৪টি ইলেকটোরাল কলেজের দখল নিলেন তিনি। জয়ের জন্য প্রয়োজন ২৭০। আর মাত্র ছয়টি পেলেই ইতিহাস গড়বেন বাইডেন।
নিউইয়র্ক টাইমসের তথ্য বলছে, উইসকনসিনে বাইডেন পেয়েছেন ১৬ লাখ ৩০ হাজার ৩৮৯ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ লাখ ৯ হাজার ৮৭৯ ভোট।
সিএনএনের খবরেও উইসকনসিন অঙ্গরাজ্যে বাইডেনের জয়ের কথা জানিয়েছে। এই অঙ্গরাজ্যের ১০টি ইলেকটোরাল কলেজ ভোট ঝুলিতে পুরে বাইডেনের মোট ভোট দাঁড়িয়েছে ২৩৭। আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৪ ভোট। মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট।
অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৪টিতে নিশ্চিতভাবে জয়ী হয়েছেন। ফলাফল বাকি আছে আরও পাঁচটি রাজ্যের। সেগুলো হলো- জর্জিয়া ১৬টি, আলাস্কা ৩টি, মিশিগান ১৬টি, নেভাদা ৬টি, নর্থ ক্যারোলাইনা ১৫টি এবং পেনসিলভেনিয়া ২০টি।
এই উইসকনসিন অঙ্গরাজ্য এবারের নির্বাচনের প্রথম থেকেই ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত। প্রথম থেকেই এই রাজ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, এই রাজ্যে ট্রাম্পের চেয়ে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাইডেন। যদি ভোট পুনরায় গণনা করা হয় তারপর ট্রাম্পের এখানে জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।
উইসকনসিনে ভোট পুনর্গণনার আবেদন ট্রাম্প শিবিরের
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উইসকনসিনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনার আবেদন জানানো হয়েছে। আবেদনটি করেছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যানেজার বল স্টিফেন।
তিনি বলেন, উইসকনসিনে জয়ী নির্বাচিত হয় এক শতাংশ ভোটের ব্যবধানে। তাই দ্রুত কর্তৃপক্ষকে ভোট পুনরায় গণনা করা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পও এখানকার ভোট পুনর্গণনা চান।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী জো বাইডেন ও ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সবকিছু নির্ভর করছে সুইং স্টেটের ওপর। যার মধ্যে অন্যতম উইসকনসিন, মিশিগ্যান ও পেনিসিলভানিয়া রাজ্য।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জো বাইডেন ২৩৮টি পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩টি।