শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ বইটি নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

তিনি জানান, ভারতীয় লেখক কালিদাস বৈদ্যের এ বইটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিকে ম্লান করে দিয়েছে। মুজিব বর্ষের উপর কালিমা লেপন করে যাচ্ছে।

বইটিতে কুরআনের অপব্যাখ্যা করে ইসলাম ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে মিথ্যাচার করা হয়েছে বলেও অভিযোগ এসেছে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে।

রোববার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, ১৯৬৫ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমার পরিচিত ব্যক্তি ডা. কালিদাস বৈদ্য বইটি লিখেছেন।

তিনি বলেন, এটি খোলা বাজার, ফেসবুক ও ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। ইংরেজিতে Bangladesh Liberation War: Sheikh Mujib behind the scene নামে পাওয়া যাচ্ছে। আমি এই বই জনসমক্ষে আসার বিরোধিতা করছি। সংসদে বইটি নিয়ে নিন্দা প্রস্তাব নেওয়ার আহ্বানও জানাচ্ছি।আস

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *