শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

বাঙালি নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার কলকাতার মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ

গুয়াহাটি : মেঘালয়ে বাঙালি জনগণ বর্বরোচিত নির্যাতনের শিকার হচ্ছেন। শারীরিক, মানসিক ও অর্থনৈতিক নির্যাতন বন্ধের দাবিতে আন্দোলনও হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু কোনও কিছুতেই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে না। উল্টো দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়ছে। নিরুপায় ও অসহায় হয়ে পড়ছেন অসংখ্য বাঙালি। তাই মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার কলকাতার মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদ।

গত ফেব্রুয়ারি মাস থেকে লাগাতার বাঙালি জনগোষ্ঠীর মানুষের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে পূর্ব খাসি পাহাড় জেলায়। দেশ জুড়ে বিভিন্ন সংগঠন এ-ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন করে শীঘ্র মেঘালয়ে বাঙালি জনগণের উপর অত্যাচার বন্ধের দাবি জানাচ্ছে। মেঘালয়ে বাঙালি সমাজের জনগণের উপর শারীরিক, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের বিরুদ্ধে ‘আমরা বাঙ্গালী’ অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বিভিন্ন স্থানে একাধিক প্রতিবাদী আন্দোলন করে বাঙালি নির্যাতন বন্ধের জোরালো দাবি জানালেও কোনও কাজ হচ্ছে না। এই আন্দোলনে এবার শামিল হচ্ছে দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদ।

পরিষদের চেয়ারম্যান রাজু ঘোষ জানিয়েছেন মঙ্গলবার কলকাতার মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তাঁরা। এক বিবৃতিতে তিনি বলেছেন, মেঘালয়ে বাঙালিদের উপর অত্যন্ত অমানবিক কার্যকলাপ চলছে। এ পর্যন্ত ৭৮ জন বাঙালির বিরুদ্ধে মিথ্যা মামলা করে ২৮ জনকে জেলবন্দি করেছে মেঘালয় পুলিশ। যার ফলে মেঘালয়ে বসবাসকারী গোটা বাঙালি সমাজ আতঙ্কিত হয়ে পড়েছে। এমন অমানবিক অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদ। মঙ্গলবার কলকাতার নস্করহাট রাসবিহারি অ্যাভিনিউয়ে মেঘালয় ভবনের সামনে দুই শতাধিক পুরুষ মহিলা জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষায় কলকাতার পুলিশ কমিশনারকে আন্দোলনের আগাম বার্তা প্রেরণ করেছেন পরিষদের চেয়ারম্যান রাজু ঘোষ। বিশু / এসকেডি / অরবিন্দ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *