ঢাকা অফিস: দেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও জাতীয় অর্থনীতির সম্ভাবনাময় খাত জুয়েলারি শিল্প নিয়ে তথ্যবহুল, অনুসন্ধানী ও গবেষণাধর্মী কাজে পেশাদার সাংবাদিকদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দ্বিতীয়বারের মতো ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করতে যাচ্ছে।
এজন্য গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদ প্রতিবেদন আহ্বান করা হচ্ছে।
প্রতিবেদনের বিষয়:
১. জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা
২. অর্থনীতিতে জুয়েলারি শিল্পের অবদান
৩. নতুন বিনিয়োগ, কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
৪. বৈশ্বিক প্রেক্ষাপটে জুয়েলারি খাতের সম্ভাবনা
৫. রপ্তানি সম্ভাবনা ও প্রতিযোগিতা সক্ষমতা
৬. জুয়েলারি খাতে ব্যাংকের অর্থায়ন
৭. জুয়েলারি খাতে স্বর্ণ নীতিমালার প্রভাব
৮. ব্যাগেজ রুলস
৯. অলঙ্কারের মান ও ডিজাইন
১০. রাজস্ব ব্যবস্থাপনা ও নীতিগত ইস্যু
১১. হয়রানি ও প্রতিবন্ধকতা
১২. চোরাচালান পরিস্থিতি ও প্রতিরোধে করণীয়
১৩. কর্ম পরিবেশসহ আনুষঙ্গিক বিষয়
১৪. কারিগরি শিক্ষায় জুয়েলারি শিল্প
পুরস্কারের ক্যাটাগরি:
জুয়েলারি শিল্প খাত নিয়ে সেরা প্রতিবেদনের জন্য নিম্নলিখিত ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে:
১. সংবাদপত্র (বাংলা ও ইংরেজি): বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রে প্রকাশিত সেরা প্রতিবেদন।
২. অনলাইন নিউজপোর্টাল: বাংলাদেশ থেকে পরিচালিত নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত সেরা প্রতিবেদন।
৩. টেলিভিশন: বাংলাদেশের যে কোনো টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ প্রতিবেদন।
পুরস্কারের সংখ্যা ও মান:
প্রতি ক্যাটাগরিতে ৩টি করে মোট ৯টি পুরস্কার দেয়া হবে। পুরস্কারের মান নিম্নরূপ:
প্রথম পুরস্কার (প্রত্যেক ক্যাটাগরিতে একটি): ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের স্বর্ণপদক এবং সম্মাননাপত্র।
দ্বিতীয় পুরস্কার (প্রত্যেক ক্যাটাগরিতে একটি): ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের স্বর্ণপদক এবং সম্মাননাপত্র।
তৃতীয় পুরস্কার (প্রত্যেক ক্যাটাগরিতে একটি): ১ লাখ টাকা মূল্যমানের স্বর্ণপদক এবং সম্মাননাপত্র।
প্রতিবেদন প্রকাশ বা প্রচারের সময়সীমা:
২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালে প্রকাশিত বা প্রচারিত সংবাদ প্রতিবেদন ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪’-এর জন্য বিবেচিত হবে।
প্রতিবেদন জমা দেয়ার সময়:
অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেতে আগ্রহী সাংবাদিকদের আগামী ১৫ জুলাই, ২০২৪ বিকেল ৫টার মধ্যে বাজুস অফিসের ঠিকানায় সরাসরি বা ডাকযোগে প্রতিবেদন জমা দিতে হবে। খামের ওপর সুস্পষ্টভাবে ক্যাটাগরি উল্লেখ করতে হবে।
প্রতিবেদন জমার ঠিকানা:
বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)
লেভেল-১৯, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকা- ১২১৫, বাংলাদেশ ।
ফোন: +৮৮০২৫৮১৫১০১২, হটলাইন: +৮৮০৯৬১২১২০২০২
ই-মেইল: info@bajus.org ওয়েবসাইট: www.bajus.org