এইচ এম আবির: থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কোন ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না! এর সরকারি নাম থাইরাজ্য। ১৯৩৯ সাল পর্যন্ত দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল। ওহ্ হ্যাঁ, এখানে ওষুধপত্রের দাম বিশ্বে সর্বনিম্ন!
প্রকৃতির সীমাহীন ভালো লাগা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশটি জুড়ে। দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পর্যটনবান্ধব দেশ হিসেবে পরিচিত। বাজেট ট্রাভেলারদের কাছে থাইল্যান্ডের জনপ্রিয়তা আকাশচুম্বী! যে কারনে বিশ্বের নানান প্রান্ত থেকে ভ্রমণপিয়াসীরা ছুটে আসেন এখানে!
থাইল্যান্ড ভ্রমণে পছন্দের তালিকায় রাখা যায় এমন কয়েকটি দর্শনীয় স্থানের কথা জেনে নিন-
পাতায়া-
থাইল্যান্ডের সমুদ্র শহর পাতায়া। এখানকার প্রবালদ্বীপের প্রতিটি পরতে পরতে সাজানো সৌন্দর্য বিমোহিত করে যে কাউকে! এটিকে ভ্রমণপিয়াসীদের নিকট আকর্ষণীয় করার জন্য সবরকম ব্যবস্থা করে রেখেছে থাই সরকার!
কোফিফি-
থাইল্যান্ডের ক্রাভি প্রদেশের ফুকেট শহরে অবস্থিত তনসাই গ্রামে রয়েছে নয়নাভিরাম কোফিফি অঞ্চল।
ব্যাংকক-
এটি থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর একই সাথে রাজধানী। এর চারদিকে আপনি দেখা পাবেন কসমোপলিস দালান, অভিজাত ভবন ও বিভিন্ন সময়কার পুরোনো মন্দিরের।
চিয়াংমাই-
এটি উত্তরাঞ্চলে অবস্থিত। এখানে সহজেই নজরে পড়বে থাইল্যান্ডের ঐতিহাসিক সব স্থাপত্যকলা।
কোহ তাও-
এটি মূলত সমুদ্র সৈকত, এর অবস্থান দক্ষিনাঞ্চলে। এখানে ভ্রমণপিয়াসীরা নৌকা চালানা, উর্ধ্বারোহনসহ বাইকে ঘুরতে পারবে সহজেই।
রেই লে-
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এই শহরটি একটি সমুদ্র সৈকত।
কাঞ্চনবুড়ি-
থাইল্যান্ডের মানুষের পছন্দের শীর্ষে রয়েছে এ জায়গাটি। এটি সেখানকার একটি ন্যাশনাল পার্ক হিসেবে পরিচিত।
কো চাং-
থাইল্যান্ডের দ্বিতীয় বড় দ্বীপ এটি। যার ৭০ ভাগই বনাঞ্চলে পূর্ণ।
আয়ুতায়া-
থাইল্যান্ডের ফ্রায়া নদীর উপত্যকায় অবস্থিত আয়ুতায়া শহরটিতে ১৩৫০ খ্রীস্টাব্দে প্রথম বসতি গড়ে উঠে।
খাও সোক-
এটিও থাইল্যান্ডের একটি ন্যাশনাল পার্ক। এখানকার সবচেয়ে মনোমুগ্ধকর জায়গাটি হল চিও ল্যান।
ফুকেট-
থাইল্যান্ডের সবচেয়ে বড়, বিলাসবহুল একই সাথে জনপ্রিয় নীল জলরাশির সমুদ্র সৈকত বলা হয় এটিকে।
পাই-
শান্ত, নিরিবিলি বলতে যা বুঝানো হয় তার সবি মিলবে থাইল্যান্ডের পাই শহরটিতে।
চিয়াংরেই-
এ জায়গাটি থাইল্যান্ডের গোল্ডেন ট্রায়াংগেলের অন্তর্ভুক্ত।
ফানোম রেং-
শৈল্পিক স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে বলা হয়ে থাকে থাইল্যান্ডের এই পুরোনো মন্দির ফানোম রেংকে।