শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

বাম গণতান্ত্রিক জোটের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

জ্বালানি তেলের দাম ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর তা পল্টন হয়ে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে সেখানেই বাধা দেয় পুলিশ।

পরে নেতৃরা সেখানে সমাবেশ করে। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেত্রী মোশরেফা মিশু, মোজাফফর আহমদসহ অনেকেই বক্তব্য রাখেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *