ফের কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এদিন সকালে হওয়া এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু কিংবা ক্ষতক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উত্সস্থল ইন্দোনেশিয়ার সাবাং-এর ২৯০ কিমি পশ্চিম উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উত্সস্থল। স্থানীয় সময় রাত দেড়টা বেজে, সাতাশ মিনিট, পনেরো সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।
উল্লেখ্য যে, গত কয়েকদিনে কোনও সময় গুজরাতে, কোনও সময় জম্মু ও কাশ্মীরে একাধিকবার ভূমিকম্প হয়েছে।