- মাত্র দুই হাজার পাউন্ডে প্রতিষ্ঠাতা সদস্য ও এক হাজার পাউন্ডে আজীবন সদস্য হওয়ার সুযোগ।
মুহাম্মাদ শরীফুজ্জামান, লন্ডন, যুক্তরাজ্য: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী রুকনপুর গ্রামে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে গড়ে তোলা হচ্ছে আততাকওয়া মেগা প্রকল্প। আর্ত মানবতার সেবায় সম্পূর্ণ অলাভজনক এই প্রকল্পে থাকছে একটি এতিম খানা, একটি হাফিজিয়া নূরানী মাদ্রাসা, একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, একটি বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যকেন্দ্রসহ একটি মেটারনিটি হাসপাতাল। দেশের সেরা প্রকৌশলীদের দিয়ে আততাকওয়া মেগা প্রকল্পের নকশা এবং স্থাপত্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের জমি পরিষ্কার, মাটি ভরাট, রাস্তা নির্মাণ, দুটি প্রবেশ পথ নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ও সীমানা প্রাচীরসহ মূল ফটকের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া বৃক্ষরোপন কাজ চলমান রয়েছে।
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী দেশপ্রেমী সমাজসেবী আলী আহমদ নেছাওর এর পরিবারের দানকৃত ১৫০ শতক জমিতে আততাকওয়া মেগা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী উপদেষ্টা হিসেবে এই মেগা প্রকল্পের সাথে যুক্ত আছেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, আইনজীবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার জনহিতৈষী লোকজন প্রকল্পের সাথে যুক্ত আছেন।
প্রকল্পটিতে প্রবাসীরা অংশ নিতে চাইলে মাত্র দুই হাজার পাউন্ডে প্রতিষ্ঠাতা সদস্য ও মাত্র এক হাজার পাউন্ডে আজীবন সদস্য হতে পারবেন। বৃক্ষরোপন কাজে শরিক হতে চাইলে মাত্র ২০ পাউন্ডে একটি বৃক্ষরোপন করতে পারবেন। পরিবেশের কথা চিন্তা করে প্রকল্পটিতে আনুমানিক দুইশত গাছ রোপন করা হবে। এই গাছের ফল দরিদ্র মানুষের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক, এতিমখানার শিক্ষার্থী, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের ফলের চাহিদা পুরণ করবে।
প্রতিবেদকের সাথে আলাপকালে আলী আহমদ নেছাওর বলেন, আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করে মানুষের সেবা কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী মেটারনিটি হাসপাতাল নির্মাণকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা কেবল মেগা প্রকল্প গড়ছি না; আমরা দেশের হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য একটি আশার বাতিঘর বাস্তবায়ন করতে যাচ্ছি। যেখানে আর্তমানবতার সেবাই হবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার। আমাদের এতিম খানার শিশুরা, আমাদের হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা কেউ পিছিয়ে থাকবে না। কেউ কোন কিছুর অভাববোধ করবে না। যুক্তরাজ্যে যেভাবে বৃদ্ধ বাবা-মাকে সেবা করা হয়, ঠিক সেভাবেই আমাদের বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সেবা দেওয়া হবে। সেবা দিয়ে সেই সব অসহায় বাবা-মায়ের বৃদ্ধ বয়সের সময়কে আরও নিরাপদ করে তোলা হবে। আমাদের নির্মিত স্বাস্থ্যকেন্দ্র ও মেটারনিটি হাসপাতালে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে আগামী প্রজন্ম দেখবে, কীভাবে প্রবাসী মানুষের দেশপ্রেম, ঐক্য, ত্যাগ ও নিষ্ঠা দেশের অসহায় প্রান্তিক মানুষের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে।
আলী আহমেদ নেছাওরের মত প্রবাসী দেশপ্রেমী জনহিতৈষী মানুষেরা তাদের কষ্টার্জিত অর্থ, অভিজ্ঞতা এবং ভালোবাসা দিয়ে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের রুকনপুর গ্রামে যে বিশ্বমানের মেগা প্রকল্প গড়ার উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে মানবিকতা, স্বার্থহীনতা এবং দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে ও আলী আহমেদ নেছাওরের পরিবারের পক্ষ থেকে আততাকওয়া মেগা প্রকল্পটির সফল বাস্তবায়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। উক্ত মেগা প্রকল্পটির প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্য হতে চাইলে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমেদ নেছাওরের সাথে এই – 07931 632 484 নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। ইমেইলে করতে চাইলে এই – info@rukondf.org অ্যাড্রেসে ই-মেইল করতে বলা হয়েছে। অনুদান এককালীন অথবা কিস্তিতে দেওয়া যাবে। প্রকল্পটির প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্যদের বিশেষ সন্মাননা দেওয়া হবে।
