বালিরঘাট দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ সোমবার সকাল থেকেই বোম আর গুলির লড়াইয়ে উত্তপ্ত হয় মঙ্গলকোটের মাজিগ্রাম পঞ্চায়েতের বকুলিয়া গ্রাম। ঘটনায় গুরুতর জখম সহ আহত প্রায় ১০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের বকুলিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ। বকুলিয়া গ্রামের কাছে একটা বৈধ বালিঘাট রয়েছে। বালি তোলার পর বালিবোঝাই গাড়িগুলি মূলত বকুলিয়া গ্রামের ভিতর দিয়েই যাতায়ত করে। ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তা খারাপ হয়ে যায়। এই কারনে রাস্তা মেরামতির জন্য বালিঘাটের ইজারাদারের কাছ থেকে টাকা নেয় গ্রামবাসীরা। টাকা তোলার জন্য জন্য গ্রামে একটা কমিটিও রয়েছে বলে জানা গেছে।যা দখলকে কেন্দ্র করে দিন কয়েক ধরে উত্তপ্ত ছিল এই এলাকা। এনিয়ে চাপা উত্তেজনা ছিল গ্রামে। এদিন বিকেলে এনিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেধে যায়। শুরু হয়ে যায় বোমাবাজি। মুড়িমুড়কির মত বোমা পড়তে থাকে। এমনকি বেশ কয়েক রাউণ্ড গুলিও চলে। গুলিবিদ্ধ হয়ে জখম হন দুই মহিলাসহ পাঁচজনপরে বোমাবাজি ও গুলির লড়াই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কয়েক ঘণ্টার চেষ্টায়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশি প্রহরা।
জানা গিয়েছে, এই ঘটনায় গুরুতর যখম হয় দুজন মহিলা সহ 5 জন। কালু ধীবর (৩৭) অসিত মাঝি (৪৩)পিন্টু সর্দার (৪৭) বুলা মাঝি(৪২)ফুরা ধীবর(৪৫) এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বুলা মাঝি ও পিন্টু সর্দারকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বাকিরা মঙ্গলকোট হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গিয়েছে। কেমন পর থেকেই গ্রামে আতঙ্কের ছায়া। থমথমে পরিবেশ।