রাজতন্ত্রের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ চলছে থাইল্যান্ডে। দেশটিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দিনদিন তীব্র রূপ ধারণ করছে। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার পার্লামেন্ট ঘেরাও করে জনতা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় পার্লামেন্টের পাশে বয়ে যাওয়া নদী দিয়ে নৌকা দিয়ে এলাকা ছাড়েন এমপিরা।
এ সময় দেশটির রাজতন্ত্রে অনুসারীদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। সংঘর্ষে ৫৫ জন আহত হয়েছেন। গুলির আঘাতে আহত হয়েছেন পাঁচ ব্যক্তি, যাদের মধ্য দু’জন শিক্ষার্থী। গত জুলাই থেকে শুরু হওয়া সরকার ও রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিল।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার পদত্যাগসহ দেশটির রাজার ক্ষমতা খর্ব করার দাবি নিয়ে রাস্তায় নামে বিরোধী দল। মঙ্গলবার সংবিধান পরিবর্তনের জন্য এমপিদের ওপর চাপ সৃষ্টি করতে হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্টের বাইরে অবস্থান নেন। তবে তাদের কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দেয় পুলিশ। খবর দ্য গার্ডিয়ান