লণ্ডন, ৮ জানুয়ারি: আগামী ১১ জানুয়ারী, শনিবার উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ ও নির্ভীক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ১১৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ মরহুমের বনানীস্থ মাজারে সকাল ১০:৩০ ঘটিকায় পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কোরানখানির আয়োজন করেছে। এছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের গৌরবোজ্জল জীবনের ওপর আলোচনা সভার উদ্যোগ গ্রহন করেছে।
‘সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ’ এর সচিব কাজী সালাহউদ্দিন প্রেরিত এক প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সৈয়দ মাহবুব মোরশেদ ১৯১১ সালের ১১ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন তার মামা। মরহুমের সুযোগ্য সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ সাপ্তাহিক সুরমা’র ইংলিশ সেকশনের এডিটর সৈয়দ মামনুন মোরশেদ বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। পিতার ১১৪তম জন্মবার্ষিকী পালন শেষে আগামী ২২ জানুয়ারি তাঁর লণ্ডনে ফেরার কথা রয়েছে।
বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ বগুড়া জেলা স্কুল থেকে ১৯২৬ সালের ম্যাট্রিক পরীক্ষায় তিনি রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে তিনি অনার্সসহ বিএ পাস করেন ১৯৩০ সালে। সৈয়দ মাহবুব মোর্শেদ এমএ পাস করেন ১৯৩২ সালে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে আইন পাস করেন ১৯৩৩ সালে। ১৯৩৯ সালে তিনি ইংল্যান্ডের লিনকন্স ইন থেকে ব্যারিস্টারী ডিগ্রি লাভ করেন।
পশ্চিমবঙ্গে ফিরে ১৯৩৯ সালে তিনি কলকাতা হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৫৫ সালে যোগ দেন ঢাকা হাইকোর্টে। ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।
সৈয়দ মাহবুব মোরশেদ ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশ নেন। উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ও ২১ দফা কর্মসূচি প্রণয়নে তার ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। প্রধান বিচারপতি থাকাকালে নিম্ন আদালতের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পাকিস্তানের বিপক্ষে গিয়ে ১৯৬৭ সালে তিনি প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দেন এবং দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানেও তিনি রাজনীতিবিদদের সহায়তায় এগিয়ে আসেন। ১৯৭৯ সালের ৩ এপ্রিল মারা যান কিংবদন্তি এ বিচারপতি।

