শনিবার (১০ অক্টোবর) ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে শাহবাগে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার মানববন্ধনে এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, সারা বিশ্বে এখন করোনা মহামারী চলছে সেই সাথে নারী নির্যাতন ও ধর্ষণের মহামারী চলছে।এই ধর্ষণ পরিবার কর্মক্ষেত্র সবখানে বিস্তৃত। আমাদের মধ্যেই একদল মানব রূপী দানব রয়েছে।আমরা এই মানবরুপি দানবদের পতন চাই এবং তা দ্রুত কার্যকর চাই। এসব দানবরা বিচারহীনতার সংস্কৃতির কারণেই পার পেয়ে যাচ্ছে।
তিনি বলেন, অতীতে আমরা দেখেছি যারা নারীকে ধর্ষণ করেছে, নারীর প্রতি নির্যাতন করেছে, প্রহসন করেছে, শিশুদের হত্যা করেছে, তারা এসব করে পার পেয়েছে। এখনই যদি বাধা না দেয়া যায় এর থেকে আমরা পরিত্রাণ পাবো না।

