ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এরপর সিনেমা, প্রেম, বিয়ে নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হলেও এবার ভিন্ন এক কারণে আলোচনায় আসলেন। সম্প্রতি মাহির ফেইসবুকে প্রেমময় স্ট্যাটাস নিয়ে আলোচনার সূত্রপাত। তার এমন স্ট্যাটাস দেখে অনেকেই কৌতূহলী হয়ে ওঠেন, স্বামী অপুর সঙ্গে মাহির সংসার কি তবে ভেঙেই গেল?
বিচ্ছেদ প্রসঙ্গে মাহি বলেন, আমার যখন মন খারাপ থাকে তখন প্রেমময় এসব স্ট্যাটাস দিই। আমার যখন অনেক রাগ হয় তখন আসলে মনে থাকে না যে আমি কে? আমাকে অনেকেই দেখছেন ফেইসবুকে। আমি কিছু লিখলে সেগুলো কন্ট্রোভার্সি তৈরি করতে পারে। জাস্ট নিজের রাগ এড়ানোর জন্য এসব স্ট্যাটাস দিই। দাম্পত্য জীবন নিয়ে তিনি বলেন, অপুর সঙ্গে আমি অনেক রাগ করি। ওকে তো ২৪ ঘণ্টায় আমি ২৭ বার ছেড়ে দিই। সমস্যাটা হলো ও রাগ করে না। তর্ক করে না।
উল্লেখ্য, ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। দুজন মিলে বেশ উপভোগ্য দাম্পত্য জীবন রচনা করে চলেছেন। উৎসঃ দেশ রূপান্তর