শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

বিজিবির একজনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হাইকোর্টে স্থগিত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১,১৩৪ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে যে গেজেট প্রকাশ হয়েছিল, তা থেকে শুধু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের অবসরপ্রাপ্ত হাবিলদার মো. আবু তাহেরের ক্ষেত্রে গেজেটটি স্থগিত করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ভাচুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো.আব্দুল কাইয়ূম। সঙ্গে ছিলেন আইজীবী এ কে এম আশরাফুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।

বৃহস্পতিবার (১৮জুন) আব্দুল কাইয়ূম লিটন জানান, লালমুক্তি বার্তায় নাম থাকা হাবিলদার আবু তাহের ২০০৩ সালের ৬ নভেম্বর মুক্তিযোদ্ধার সাময়িক সনদ পান। এ ছাড়া ২০১০ সালের ৩১ মার্চ জারি করা বিজিবি গেজেটেও তার নাম আছে। দুই নম্বর সেক্টরের অধীনের এই মুক্তিযোদ্ধা গত ১৩ মেও সুযোগ সুবিধা পেয়েছিলেন। কিন্তু ৭ জুন জারি করা বাতিলের গেজেটে ১১৩৪ জনের মধ্যে তার নামও আছে। তার সিরিয়াল নম্বর ৮০০। এটা আইনসম্মত না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন। বুধবার (১৭ জুন) তার ক্ষেত্রে ৭ জুনের গেজেট স্থগিত করেন হাইকোর্ট।

রিটের বিবাদীরা হচ্ছেন, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের(জামুকা) মহাপরিচালক, উপ সচিব (গেজেট) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

৭ জুন ১১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার।ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের প্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬ এর শিডিউল-১ এর তালিকা ৪১ এর ৫ নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *